সৌন্দর্যেও সবুজ চা
সবুজ চায়ের নানা স্বাস্থ্যগুণের কথা অনেকেরই জানা। এ চায়ের সৌন্দর্যগুণও রয়েছে। বিশেষজ্ঞদের দাবি, ত্বকের সুরক্ষা, চর্মরোগের চিকিত্সাসহ সৌন্দর্যচর্চায় সবুজ চা কার্যকর ভূমিকা রাখে। গতকাল শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে সবুজ চায়ের সৌন্দর্যগুণ সম্পর্কে এমনটাই জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের নানাবিধ উপকারে সবুজ চা ব্যবহূত হতে পারে। এতে বিপুল পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট আছে, যা ত্বকে বয়সের ছাপ পড়া প্রতিরোধ করে। সূর্যকিরণের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা, ত্বকের পুড়ে...
Posted Under : Health News
Viewed#: 78
See details.

